ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৬

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিয়াজুল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
বুধবার (১৪ মে) বিকালে সদর উপজেলার নাটাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়াজুল ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাটাই ইউনিয়নের চান্দের গোষ্ঠীর সঙ্গে সলিমের গোষ্ঠীর দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। গত সোমবার সলিম গোষ্ঠীর একজন যুবক চান্দের গোষ্ঠীর এক বাড়িতে মাদক সেবন করতে যায় বলে অভিযোগ উঠে। এ সময় চান্দের গোষ্ঠীর লোকজনের সাথে ওই যুবকের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে একাধিকবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
স্থানীয়রা আরও জানায়, সবশেষ বুধবার বিকালে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটার আঘাতে চান্দের গোষ্ঠীর নিয়াজুল মিয়াসহ অন্তত ১৬ জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিয়াজুল মিয়া মারা যান।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
বিভি/এআই
মন্তব্য করুন: