গুম হওয়া যুবদলকর্মীর স্বজনের হাতে তারেক জিয়ার উপহার

২০১৫ সালে গুম হওয়া জাতীয়তাবাদী যুবদলের কর্মী মো. নুর আলম মিয়ার স্বজনদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উপহার পৌঁছে দিলেন যুবদল নেতৃবৃন্দ। কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক কামরুজ্জামান জুয়েল মঙ্গলবার রাতে গাইবান্ধা শহরের সুখনগরে গুম হওয়া নুর আলম মিয়ার স্বজনদের হাতে এই উপহার পৌঁছে দেন।
জানা যায়, ঢাকার পল্লবী থানার সাধারণ সম্পাদক মো. নুর আলম মিয়াকে ২০১৫ সালের ১২ ফেব্রম্নয়ারি সাদা পোশাকধারী পুলিশ উত্তরা থেকে তুলে নেয়। দীর্ঘদিনেও খোঁজ না পাওয়ায় তার স্ত্রী মুনিয়া আলম একমাত্র সন্তানসহ সুখনগরে আশ্রয় নেন। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের তালিকা তৈরির অংশ হিসেবে যুবদল নেতা কামরুজ্জামান জুয়েল ওই পরিবারের সাথে সাক্ষাত করে উপহার তুলে দেন।
এসময় তার সাথে ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু প্রমুখ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: