• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১১ জনকে পুশ-ইন বিএসএফের

প্রকাশিত: ১৮:৩১, ১৭ মে ২০২৫

আপডেট: ১৮:৩৪, ১৭ মে ২০২৫

ফন্ট সাইজ
পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১১ জনকে পুশ-ইন বিএসএফের

পঞ্চগড়ের  বোদা উপজেলার কাজল দিঘীর কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় তিনটি সীমান্ত এলাকা এলাকা দিয়ে নারী শিশুসহ ১১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষায় বাহিনী বিএসএফ।

শুক্রবার দিবাগত রাতে নীলফামারী ৫৬ বিজেপির আওতাধীন ওই ইউনিয়নের নাউতরী, প্রধান পাড়া ধামের ঘাট সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ-ইন করেছেন। শনিবার (১৭ মে) বিকালে বিএসএফ তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

তারা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নিরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ফাইজান শেখ (১০), নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া (৩৫) ও খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া (৭০)।

প্রাপ্ত তথ্য মতে তাদের সকলের বাড়ি বাংলাদেশের ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, খুলনাসহ বিভিন্ন জেলায়। কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে জানান তারা।

বিজিবি, পুলিশ ও সীমান্তের লোকজন জানান, গভীর রাতে ওই সীমান্তের মেইন পিলার ৭৭৪ ও ৭৭৫ এলাকার নাউতরী, প্রধান পাড়া ধামের ঘাট সীমান্ত সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশ করে বিএসএফ। রাতে তারা সীমান্ত এলাকার একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে ডানা কাটা বিওপির বিজেপি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বলেন ভারতে বিএসএফ উস্টিন করা এক শিশু দুইজন পুরুষ ও আটজন নারীসহ ১১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজেপি এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে আইনগত প্রক্রিয়ার শেষে আসামিদের আদালতে তোলা হবে ঘটনাটি বিজেপি পক্ষ থেকে তদন্ত করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2