• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

করিম মৃধা কলেজের সভাপতি হলেন তৌফিক আলী খান কবির

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
করিম মৃধা কলেজের সভাপতি হলেন তৌফিক আলী খান কবির

তৌফিক আলী খান কবির

পটুয়াখালীর ঐতিহ্যবাহী আব্দুল করিম মৃধা কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির। তিনি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ নম্বর ধারা অনুযায়ী, বর্তমান সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির মনোনয়ন বাতিল করে তৌফিক আলী খান কবিরকে কলেজের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি ২০২৭ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অবশিষ্ট মেয়াদে এই দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির বলেন, "আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করব। শিক্ষক, শিক্ষার্থী ও সকলকে সঙ্গে নিয়ে কলেজের শিক্ষা মান উন্নয়নে কাজ করব এবং এটিকে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।"

নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের শিক্ষকরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক পরিষদ আশা প্রকাশ করেছে, তার নেতৃত্বে কলেজের শিক্ষার মান আরও উন্নত হবে এবং এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: