• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার পাটগ্রাম সীমান্তে ভারতের পুশ-ইন, চার শিশুসহ ১১ জন আটক 

প্রকাশিত: ০৯:২৯, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
এবার পাটগ্রাম সীমান্তে ভারতের পুশ-ইন, চার শিশুসহ ১১ জন আটক 

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে শিশুসহ ১১ জনকে পুশ ইন করেছে ভারত। বুধবার (২১ মে) রাতে আটকের পর তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বিজিবি ক্যাম্পে।

আটককৃতদের মধ্যে চার শিশু ও সাতজন নারী। ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির ধবলসতি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।

বিজিবি জানায়, ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে ১১ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ ও ভারতীয় পুলিশ। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ সময়, আটককৃতদের এখন থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানানো হয়।

অপরদিকে স্থানীয়রা জানান, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে দেশে ঢোকার পর কিছু মানুষ হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছলে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করে। এ সময় ভারত থেকে তাদের পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। পরে বিজিবিকে খবর দিলে তাদের নিয়ে যায়।

আটকৃতদের বরাতে স্থানীয়রা আরও জানান, শুধু ১১ জন নয় গতরাতে দুই দফায় বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়। এর মধ্যে কয়েকজন পালাতে সক্ষম হন বলেও দাবি স্থানীয়দের।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, গভীররাতে বিজিবি ৪ শিশু ও ৭ নারীকে থানায় দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রত্রিয়াধীন বলেও জানান তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন: