উত্তরাঞ্চলে এবার উদ্বৃত্ত থাকবে ৫ লাখ ৬৮ হাজার কোরবানিযোগ্য পশু

ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলে এবার উদ্বৃত্ত থাকবে পাঁচ লাখ ৬৮ হাজার কোরবানিযোগ্য পশু। তার ওপর ভারতীয় গরু আসার শঙ্কায় দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। যদিও প্রাণিসম্পদ দফতর বলছে, ওপার থেকে গরু আসার সব পথ বন্ধ।
মোটাতাজা গরুতে ভরেছে উত্তরের খামারগুলো। দেশির সাথে আছে বিদেশিও। ঈদে রংপুর বিভাগে কোরবানিযোগ্য পশুর চাহিদা ১৪ লাখ ১২ হাজার। বিপরীতে মজুদ ১৯ লাখ ৮০ হাজার। নানা প্রতিকূলতার মধ্যেও গরুর খামার এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে এ অঞ্চলের বেকার যুবকদের। দাম না পেলে হতাশায় ডুববে খামারীরা।
তারা বলছেন, সীমান্ত নিয়ন্ত্রণ ও সরকারি সহায়তা পেলে লাভের মুখ দেখবেন। বছরজুরে প্রস্তুত কোরবানীর পশু কিনতে প্রান্তিক খামারীদের কাছে ছুটছেন ক্রেতারা।
প্রাণিসম্পদ অধিদফতরের রংপুরের বিভাগীয় পরিচালক ডা. আব্দুল হাই সরকার বলেন, প্রতিবছর বাড়ছে নয়া উদ্যোক্তা। সেই সাথে বাড়ছে পশু উৎপাদনও। পশুর দাম নিশ্চিতে নানা উদ্যোগের কথা জানিয়েছে তারা।
ছোট-বড় মিলে এবছর এক লাখ ৯৭ হাজার খামারে গরু ৯ লাখ, ছাগল, ভেড়া, মহিষ, গাড়ল ও দুম্বা মজুদ আছে ১০ লাখ ২০ হাজারের বেশি।
বিভি/এআই
মন্তব্য করুন: