• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৫, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ লিটন মোল্লা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে লিটন মোল্লাকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। লিটন মোল্লা উপজেলার জয়মন্টপ ডোনখালপাড় গ্রামের জুমুর উদ্দিনের ছেলে।

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ ও সঙ্গীয় ফোর্স নিয়ে লিটন মোল্লার বাড়িতে অভিযান চালালে তার বাড়ির উত্তর ভিটার চৌচালা টিনের ঘরের নিজ রুম হতে পলিথিন মোড়ানো ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানায়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, লিটন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। আজ তাকে ৫ কেজি গাঁজাসহ আটকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2