• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফেনীর সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন বিএসএফের

প্রকাশিত: ১৩:২৪, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
ফেনীর সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন বিএসএফের

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ২৪ জন ‘বাংলাদেশি নাগরিক’কে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২২ মে) ভোররাতে ছাগলনাইয়ার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া বিওপি সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার যশপুর ও খেজুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জনকে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলেই তাদের আটক করে।

তারা প্রত্যেকেই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২৪ জনের মধ্যে পুরুষ ৬ জন, নারী ৫ জন ও ১৩ জন শিশু রয়েছে। আটককৃতদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বাংলাদেশের খবরকে জানান, বৃহস্পতিবার ভোররাতে বিএসএফ কর্তৃক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2