• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২১ জনকে পুশ-ইন বিএসএফের

প্রকাশিত: ১৫:৪৪, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ২১ জনকে পুশ-ইন বিএসএফের

ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পুশ ইন করা হয় তাদেরকে।

পরে বিজিবি খবর পেয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। তারা সবাই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজিবি জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত ভারতে অবৈধভাবে অবস্থান করছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত ২১ মে ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেইট দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। আটককৃতদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এরইমধ্যে বিষয়টি নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2