• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২২ মে ২০২৫

আপডেট: ২২:২৮, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত 

সভায় বক্তব্য রাখছেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক।

নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টায় প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক ও বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক। 

সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক

রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের উপদেষ্টা ও উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন-রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, আমীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক ইফতেখার উদ্দিন আহমেদ ভঙঁইয়া, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোছলেহ উদ্দিন বাচ্চু, মো. জয়নাল আবেদিন, মোস্তফা কামাল খান, এম নুর উদ্দিন, লিটন মিয়াসহ সাবেক বর্তমান সকল সদস্যরা।

বিভি/এজেড/টিটি

মন্তব্য করুন: