• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গ্রেফতার করা আসামি ছিনতাইকালে দুই পুলিশ সদস্য আহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
গ্রেফতার করা আসামি ছিনতাইকালে দুই পুলিশ সদস্য আহত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অবৈধভাবে জমি দখলের সময় ছাত্রদল কর্মী কবির জোমাদ্দারকে গ্রেফতারের পরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় তাদের হামলায় মানিক লাল হাওলাদার ও মানস কুমার দাস নামের দুই পুলিশ সদস্য আহত হন।

শুক্রবার (২৩ মে) দুপুরে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভান্ডারিয়া থানার ওসি আহমদে আনওয়ার। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং নজরুল ইসলাম ও নাসির উদ্দীন নামের দুই জনকে আটক করে।

পুলিশ জানায়, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে মোর্শেদা বেগমের জমি স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম ভাড়াটিয়া লোক দিয়ে দখল করার সময় মোর্শেদা বেগম ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান। এসময় ভান্ডারিয়া থানা থেকে এস.আই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হন। তখন ঘটনাস্থল থেকে পুলিশ কবির জোমাদ্দার নামের এক ছাত্রদল কর্মীকে আটক করে থানায় নিয়ে আসার সময় মঞ্জু মার্কেটের কাছে আসলে স্থানীয়রা গাড়ি আটকে তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের উপরে হামলা চালায়। হামলায় পুলিশের এস আই মানিক লাল হাওলাদার ও কনস্টেবল মানস কুমার দাস গুরুতর আহত হন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে এবং পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। অপর দিকে মোর্শেদা বেগমের জমি জবর দখলের অপরাধে আরও একটি মামলা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2