• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ জনকে পুশব্যাক করলো বিএসএফ

প্রকাশিত: ১১:৪৯, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ জনকে পুশব্যাক করলো বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারী শিশুসহ ১৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলো (পুশব্যাক) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

রবিাবর (২৫ মে) ভোর রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। 

জানা গেছে, সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

আটককৃতদের দাবি, তারা সকলেই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। তারা ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতো। গত ছয়-সাত দিন আগে তাদেরকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে আজ ভোরে মুজিবননগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভারত থেকে ঠেলে দেয়া নারী-পুরুষসহ শিশুরা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করেছিল।  গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিভি/এআই

মন্তব্য করুন: