• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিলেট সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করলো বিএসএফ

প্রকাশিত: ১৩:২৮, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
সিলেট সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করলো বিএসএফ

ছবি: সংগৃহীত

সিলেটের তিনটি সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করছে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ)। পরে বিজিবি খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গতকাল শনিবার (২৪ মে) গভীর রাত থেকে আজ রবিবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত তাদেরকে পুশ-ইন করা হয়। এদের মধ্যে বিয়ানীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত আড়াইটার থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

এদিকে, রবিবার ভোরে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে পুশ-ইন করে (বিএসএফ)। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে হেফাজতে নেয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

আটককৃতদের দাবি, তারা সকলেই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। পরে তারা দেশটির হরিয়ানা রাজ্যে বসবাস শুরু করে। গত ছয়-সাত দিন আগে তাদেরকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে আজ রোববার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

বিভি/এআই

মন্তব্য করুন: