• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সিলেটে সড়কে পানি, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১৭:২৯, ৩১ মে ২০২৫

আপডেট: ১৭:২৯, ৩১ মে ২০২৫

ফন্ট সাইজ
টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সিলেটে সড়কে পানি, যোগাযোগ বিচ্ছিন্ন

পানিতে তলিযে গেছে সিলেটের বেশিরভাগ সড়ক।

বঙ্গোপসাগরে গভীর নিম্ন চাপের ফলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদ নদীর পানি বাড়ছে। পাহাড়ি ঢলে নদীর পানি উপচে বাড়ছে হাওরের পানির উচ্চতা। এতে করে সিলেটের সাথে গোয়ানঘাট রাধানগর সড়কের যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে পানি ওঠায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। 

এদিকে টানা বৃষ্টির কারণে সিলেট নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাসা বাড়িতে পানি প্রবেশ করায় সাধারণ মানুষ জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে  জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেটের সুরমা কুশিয়ারাসহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে কোন নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। 

শনিবার সকালে জাফলং পর্যটন স্পট এলাকায় নদীর পানি বেড়ে যাওয়ায় পর্যটন কেন্দ্রের অস্থায়ী স্থাপনা সরিয়ে নেন শ্রমিকরা। ডাউকির পানি বৃদ্ধির কারণে জাফলং পর্যটনকেন্দ্র ভেসে গেছে।

নদ-নদীর পানি বাড়লেও আপাতত বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার।
 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2