১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে: জ্বালানি উপদেষ্টা
সিলেটের দুটি গ্যাসক্ষেত্র থেকে মোট ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা অধ্যাপক ফাওজুল কবির খান। শুক্রবার (১৩ জুন) সিলেটের কৈলাশটিলা গ্যাস কূপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয়, সেসব এলাকার মানুষের জন্য এখন থেকে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।
তবে, বাসা বাড়িতে লাইনের গ্যাস সরবরাহ করাকে নিরুৎসাহিত করে উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে গ্যাস সংযোগ করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ, এতে খরচের পরিমাণ বেড়ে যায়।
সিলেটের কৈলাশটিলা ও সিলেট গ্যাস ফিল্ড এর ওয়ার্ক ওভারের কাজ পরিদর্শনকালে উপদেষ্টা আরও বলেন, আগামীতে বাসা বাড়ির গ্যাস সংযোগ কমিয়ে সাশ্রয়ী মূল্যে যাতে সিলিন্ডার গ্যাসের ব্যবহার যাতে বাড়ানো হয় সেব্যাপারে কাজ করবে সরকার।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: