• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকায়!

প্রকাশিত: ১৪:২৮, ২৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকায়!

চাঁদপুরে এক ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ৩৮৭ টাকায়। ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের ইলিশটি কিনেছেন নবীর হোসেন নামে একজন ক্রেতা।

সোমবার (২৩ জুন) সকালে চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের ব্যবসায়ী উত্তর বাবুর কাছ থেকে মাছটি কেনেন নবীর হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বাজারের আরেক ব্যবসায়ী সম্রাট ব্যাপারী।

তিনি জানান, চলতি মাসে বড়স্টেশন মাছ বাজারে এ নিয়ে বড় আকারের তিনটি রাজা ইলিশ বিক্রি হয়েছে। এর মধ্যে একটি ছিল ২ কেজি সাড়ে ৩ গ্রাম, আরেকটি ২ কেজি ১০০ গ্রাম ওজনের।

জানা গেছে, গত কয়েকদিন ধরে মেঘনার হাইমচর, বরিশাল এবং ভোলার সীমানা এলাকায় জেলেদের জালে ধরা পড়ছে বড় আকারের ইলিশ। বরিশালের হিজলা উপজেলার জেলে মোশাররফ হোসেন এই ইলিশটি নিয়ে চাঁদপুরে আসেন শুধু ভালো দর পাওয়ার আশায়।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, উপযুক্ত দাম পেয়েছি। চাঁদপুরে এনে লাভও হয়েছে ভালো।’

স্থানীয় ব্যবসায়ীদের মতে, রাজা ইলিশ বিক্রি যেমন আনন্দের, তেমনই এটা বড় বাজারে ইলিশের সরবরাহ ও দামের একটা বার্তাও বয়ে আনে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2