• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিষধর সাপের কামড়ে ৬ দিন পর মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিষধর সাপের কামড়ে ৬ দিন পর মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে আফসার আলী গাইন (৫২) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ জুলাই) ভোর ৫টার দিকে তিনি মারা যান। এর আগে গত ২৪ জুন রাত ১২টার দিকে সাপে কামড়ানোর পর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

আফসার আলী গাইন (৫২) শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের মৃত রজব আলী গাইনের ছেলে।

আফসার আলীর আত্মীয় মুকুল হোসেন জানান, গত ২৪ জুন রাতে আফসার আলী আবাদচন্ডিপুর গ্রামে তার নিজস্ব মাছের ঘেরে পাহারা দিতে যান। রাত ১২টার দিকে ঘেরের বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় তিনি দ্রুত বাড়িতে ফিরে ওই রাতেই শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। এরপর রবিবার সকালে তাকে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে তাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2