• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাই-আগষ্টের শহীদ ও আহতদের স্মরণে নরসিংদীতে জামায়াতের দোয়া মাহফিল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ১ জুলাই ২০২৫

আপডেট: ২১:১০, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জুলাই-আগষ্টের শহীদ ও আহতদের স্মরণে নরসিংদীতে জামায়াতের দোয়া মাহফিল

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকালে নরসিংদী প্রেস ক্লাবের সভাকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী সদর উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমির মাওলানা মোছলেহ উদ্দীন। সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা শাখার আমির মাহফুজুর রহমান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. ইব্রাহিম ভূঁইয়া, শহর আমির মো. আজীজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমীরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূঁইয়া এবং শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। দেশের বর্তমান সংকট উত্তরণে শহীদদের আদর্শ অনুসরণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

দোয়া মাহফিলে শহীদদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নরসিংদী-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূঁইয়া বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে আমাদের দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার এখনই সময়। ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধ হবো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2