• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গজারি বনের ভেতরে থাকা অবৈধ দুই সিসা কারখানা গুড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গজারি বনের ভেতরে থাকা অবৈধ দুই সিসা কারখানা গুড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলে দুটি অবৈধ সীসা তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১জুলাই) বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাঈদ জানান, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভিতরে কারখানা স্থাপন করে একটি চক্র পুরাতন ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরুপ। এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে। পরে মঙ্গলবার (১ জুলাই) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ কারখানা দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীসা কারখানা দুটি এস্কেভেটের (ভেকু) দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম, ঘাটাইল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ জানান, বন ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2