• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিলেটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে সড়কে ঝরলো ২ প্রাণ

প্রকাশিত: ১৬:৩২, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সিলেটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে সড়কে ঝরলো ২ প্রাণ

সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন নারী যাত্রী এবং অপরজন মাইক্রোবাস চালক। আহত হয়েছেন আরও চারজন।

জানা যায়, সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2