• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

প্রকাশিত: ০৮:৪২, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির দাবির প্রেক্ষিতে অবশেষে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, বুধবার দিনভর ওসি আবু জায়েদকে অপসারণের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই দাবিতে ডিআইজি কার্যালয়ের সামনে সাত ঘণ্টা রাস্তা অবরোধ করে এনসিপি'র নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দীপঙ্কর দে-কে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু, দীপঙ্করের নামে কোন মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে চায়নি পুলিশ। এনিয়ে পুলিশ ও ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে সংঘর্ষ হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2