মানসিক ভারসাম্যহীন ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন ছেলে ইয়াসিনের হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন বাবা মাহবুল। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী পূর্বপড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইয়াসিন প্রবাসে থাকা অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে চলে আসে। নিজ বাড়িতেই চলে তার চিকিৎসা। বিভিন্ন সময় বেঁধে রাখা হতো তার হাত-পা।
শুক্রবার সকালে ইয়াসিন কৌশলে নিজ হাতের বাঁধন খুলে ঘুমন্ত বাবা মাহবুলকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: