দুই অস্ত্র, সাড়ে ১১ হাজার গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার ১

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে দুটি অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ রেজাউল কবির (৪৭)। সে ওই গ্রামের মৃত আবুল শেখ এর পুত্র।
কালিগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের রেজাউল কবির ও কৃষ্ণনগর গ্রামের লিয়াকত হোসেনের বাড়িতে পুলিশের এসআই তাপস কুমার ঘোষালের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। এসময় তাদের দুইজনের বাড়ি থেকে জব্দ করা হয় দুটি এয়ার গান, ১১ হাজার ৫০০টি গুলি, টেলিস্কোপ ১টি, লেদার বাকেট ৬টি, এয়ার গানের কাঠের বাট ৫টি, এয়ার গানের তেলসহ বোতল ১টি, এয়ারগানের ব্যারেল ১টি, ছুরি ১টি, দা দুটি ও পুরাতন টাচ মোবাইল ফোন একটি। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসময় রেজাউল কবিরকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যায় অপর আসামি কৃষ্ণনগর গ্রামের ইছাম উদ্দিনের পুত্র লিয়াকত হোসেন (৫০)।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত শেখ রেজাউল কবিরের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: