• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অবৈধভাবে দেশে ফেরার সময় সীমান্ত থেকে শিশুসহ আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০১, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অবৈধভাবে দেশে ফেরার সময় সীমান্ত থেকে শিশুসহ আটক ৪

ভারত থেকে অবৈধ ভাবে নদীপথে দেশে ফেরার সময় সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্ত থেকে তিন শিশুসহ চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ জুলাই) রাতে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে বিজিবি।‌ এর আগে ভোরে উপজেলার উত্তর কৈখালী এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার মাহমুদপুর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী সাজিদা খাতুন (৩৫), তার তিন ছেলে যথাক্রমে সাইফুল ইসলাম (১৭), পরান ইসলাম (১২) ও ছোট (৫)।

বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের আওতাধীন পরানপুর বিওপির হাবিলদার আকরাম হোসেন বলেন, ভোর রাত ৩টার দিকে পরানপুর বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে ভারত-বাংলাদেশের মাঝ দিয়ে বয়ে যাওয়া কালিন্দী নদী দিয়ে চার বাংলাদেশি অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের আটক করেন।

আটক সাজিদা খাতুনের সঙ্গে কথা বলে জানা গেছে, জীবিকার তাগিদে গত ৪/৫ বছর আগে দালালদের সহায়তায় তার স্বামী রেজাউল করিমসহ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর থেকে তারা সেখানে অবস্থান করছিলেন। ভারতে বসবাসকালীন সময়ে তার স্বামী রেজাউল করিম মৃত্যুবরণ করেন। এরপর থেকে সংসার চালানো কষ্টসাধ্য হওয়ায় তারা পুনরায় ভারতীয় দালালের মাধ্যমে নদী পথে বাংলাদেশে ফিরছিলেন। ফেরার পথে কালিন্দী নদী থেকে ভোর রাতে বিজিবি তাদের আটক করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, আটক চার ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2