• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের 

প্রকাশিত: ২৩:১৯, ৬ জুলাই ২০২৫

আপডেট: ২৩:২৩, ৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের 

ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকালে উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন-কৃষক মোস্তফা (৪৫) ও তার শিশু পুত্র আবদুল্লাহ (৯)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, কৃষক মোস্তফা তার ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজ জমিতে ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন। কাজ শেষে আনুমানিক বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাতে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। 

পরিবারের পিতা-পুত্রের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে যায়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2