• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১ 

প্রকাশিত: ১৫:১৩, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১ 

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে দুই বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের সামনে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম রাজু, তিনি ইউনিক পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকাগামী ছিল এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটমুখী ছিল। পথিমধ্যে সংঘর্ষে রাজু নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে দুই বাসচালকসহ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2