• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যশোরে ২৩ট স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক 

প্রকাশিত: ১৮:৪৪, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
যশোরে ২৩ট স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক 

ছবি: সংগৃহীত

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৫ জুলাই) ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) ও  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মো. মেহেদী হাসান (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এসময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩ কেজি ৯৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৭ লাখ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2