সিলেটে জেলা প্রশাসকের প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে পরিবহন ধর্মঘট

ছবি: সংগৃহীত
সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়া, জেলা প্রশাসকের প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এ ধর্মঘট।
এতে ভোগান্তিতে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার যাত্রী, পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা। অনেকেই বিকল্প পথে বাড়তি ভাড়া দিয়ে যাচ্ছেন গন্তব্যে।
বন্ধ হওয়া পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া পাথর ক্রাশার মিল সচল করা, গাড়ি জব্দ এবং ফিটনেসে হয়রানির প্রতিবাদে পাঁচ দফা দাবি নিয়ে গত ৫ জুলাই শনিবার থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বিভি/এআই
মন্তব্য করুন: