অতিবৃষ্টিতে ফেনী শহর প্লাবিত, জনদুর্ভোগ চরমে

বসতবাড়ির রুমেও পানি উঠে গেছে।
অতিবৃষ্টির ফলে ফেনী শহরের বিভিন্ন এলাকা পানির নিচে চলে গেছে। মঙ্গলবার ভোর থেকে শহরের রাস্তা, ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি, শিক্ষাপ্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে শহরের এসএসকে সড়ক, মিজান রোড, জেল রোড সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে।
নাগরিকরা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কারে অবহেলা ও পরিকল্পনাহীন নগর ব্যবস্থাপনার জন্যই এ বিপর্যয় ঘটেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘন্টায় শহরে রেকর্ড পরিমাণ ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবা চালু রাখতে সকল বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ময়লা ও পলি জমে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে, তাই পানি নামতে সময় লাগছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: