• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৬ দফা দাবিতে নরসিংদীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি  

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
৬ দফা দাবিতে নরসিংদীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি  

ছয় দফা দাবিতে নরসিংদীতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার ছয়টি উপজেলার তিন শতাধিক স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার আয়োজন করে।

কর্মসূচীতে বক্তারা বলেন, তারা স্বাস্থ্য খাতের সহায়ক হিসেবে দেশব্যাপী সুচারুভাবে ইপিআই কার্যক্রমসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রত্যন্ত এলাকাতে পৌঁছে দিলেও তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো কোনো সরকারই আমলে না নেওয়ায় তারা দুর্বিষহ জীবন যাপন করছে। তাই তারা বাধ্য হয়েই তাদের ন্যায্য ৬ দফা দাবি পূরণের লক্ষ্যে দেশব্যাপী তারা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করছে। 

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, কোষাধক্ষ্য মোমেন মিয়া, সদরের সম্পাদক বেলাল হোসেন, পলাশ শাখার সাধারণ সম্পাদক সাদিকুর রশিদ ও স্বাস্থ্য সহকারী আসমা আহমেদ সহ অন্যরা। 

বিভি/এসজি

মন্তব্য করুন: