• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মরিচ্চাপ নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:০০, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মরিচ্চাপ নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউশুলি-মাদরা গ্রামের মাঝে স্লুইস গেট সংলগ্ন মরিচ্চাপ নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় পুলিশ তার মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামের জনৈক ইয়াছিনের বাড়ির নিকটবর্তী নদীতে মরদেহটি দেখতে পেয়ে গ্রাম পুলিশ মাহমুদ হাসান থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরলেও তার হাতে পরিহিত শাঁখা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিন্দু ধর্মালম্বী নারী। 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো জানান,‌ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: