• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন, ১৯ জন তৃতীয় লিঙ্গের

প্রকাশিত: ১২:৪৮, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন, ১৯ জন তৃতীয় লিঙ্গের

ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ এবং পুরুষ রয়েছেন ২ জন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ‌-ইন করা হয়। আজ (১০ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুরের সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম থেকে তাদের উদ্ধার করে বিজিবি’র একটি দল।

নেত্রকোণা ৩১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ। বিভিন্ন সময়ে কেউ ৬ মাস, কেউ ১২ বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে বিএসএফ তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ‌-ইন করেছে। বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত এলাকায় ৩১ বিজিবি’র তত্বাবধানে রয়েছে। তাদেরকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদেরকে থানায় হস্তান্তর করা হবে। তবে প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া গেছে যে পুশ-ইন হওয়া সবাই বাংলাদেশি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, উপজেলার সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিদের বিষয়ে বিজিবি আমাদেরকে এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। বিজিবি পক্ষ থেকে জানানোর পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


 

বিভি/এআই

মন্তব্য করুন: