• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রংপুরে বিয়ের বাস পুকুরে, ৩ জন নিহত, আহত ২০

প্রকাশিত: ১২:৩৮, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রংপুরে বিয়ের বাস পুকুরে, ৩ জন নিহত, আহত ২০

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বেলতলী এলাকায় ঘটে এ দুর্ঘটনা। 

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— অমৃত বালা ও সান্তা রানী। তাদের বাড়ি রংপুর মহানগরীর নদীর হাট এলাকায়। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

পীরগাছা ফায়ার সার্ভিস এর ইনচার্জ আল আমিন গণমাধ্যমকে জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা থেকে বৌভাত খেয়ে রংপুর সদর উপজেলার শ্যামপুর হাটে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা সুন্দরগঞ্জ মহাসড়কের বেলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি পাশের পুকুরে পড়ে যায়। 

পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চালকসহ তিনজন মারা যান। এদের মধ্যে অমৃত বালা ও শান্তা রানী নামের দুইজনের পরিচয় পাওয়া গেছে। 

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাঁধটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের এমার্জেন্সি বিভাগ সূত্র জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন শিশু আছে। চিকিৎসা নিয়ে চলে গেছেন অনেকেই।

বিভি/এআই

মন্তব্য করুন: