• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চরম অনিশ্চয়তায় সময় কাটছে ফুলগাজী-পরশুরামের মানুষের, প্লাবিত ৯৮টি গ্রাম

প্রকাশিত: ১৩:২৭, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৩:২৭, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চরম অনিশ্চয়তায় সময় কাটছে ফুলগাজী-পরশুরামের মানুষের, প্লাবিত ৯৮টি গ্রাম

ছবি: সংগৃহীত

গত বছরের বন্যার ক্ষয়ক্ষতি না শুকাতেই ফের বন্যার মুখোমুখি হলো ফেনীবাসী। এবারের ভয়াবহ বন্যায় ফুলগাজী-পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সরেজমিনে বন্যা পরিস্থিতির অবনতি দেখা গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানির তোপে আরও কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। প্রায় একশর মতো গ্রাম প্লাবিত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও বিপদসীমার নিচে রয়েছে মুহুরী নদীর পানি। কহুয়া ও সিলোনিয়া নদীর পানির উচ্চতাও কমেছে। তবে ভাঙ্গনকবলিত জায়গা থেকে পানি ঢুকছে লোকালয়ে। সব মিলিয়ে বাঁধের অন্তত ২১টি ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে বলে জানা গেছে।

বন্যাকবলিত স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ত্রাণ কিংবা সহযোগিতার দিকে তারা আর চেয়ে থাকতে চান না। স্থায়ী সমাধান প্রয়োজন জানিয়ে স্থানীয়দের দাবি, বন্যা মোকাবেলায় ৭ হাজার ৩শ ৪০ কোটি টাকার যে প্রজেক্ট নেওয়া হয়েছে সেটি যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। তাহলে এই অভিশাপ থেকে স্থায়ী মুক্তি মিলবে বলে প্রত্যাশা তাদের।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজও কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়েও নদীর পানি প্রবাহিত হচ্ছে। এ পর্যন্ত প্লাবিত হয়েছে ফুলগাজীর ৬৭টি, পরশুরামের ২৭ ও ছাগলনাইয়ার ৪টি গ্রাম। এতে পানিতে নিমজ্জিত হয়ে আছে বহু দোকানপাট ও ঘরবাড়ি।

এখনও বন্ধ রয়েছে ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল। বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এরইমধ্যে ১৬১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে।

বিভি/এআই

মন্তব্য করুন: