• NEWS PORTAL

  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফেনীর বন্যা থেকে রক্ষা পেতে রামগড় এসেও রক্ষা হয়নি ছোট্ট মিনহাজের

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ফেনীর বন্যা থেকে রক্ষা পেতে রামগড় এসেও রক্ষা হয়নি ছোট্ট মিনহাজের

ফেনীর ছাগলনাইয়ায় বন্যার পানি থেকে রক্ষা পেতে খাগড়াছড়ির রামগড়ে নানার বাড়ীতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি শিশু মিনহাজের (০৮)। ফুফাত বোনের সাথে খেলতে গিয়ে ফেনী নদীতে পড়ে গিয়ে ২৪ ঘন্টা ধরে নিখোঁজ মিনহাজ। 

নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন জানান, ফেনীর ছাগলনাইয়া বাড়িতে বন্যার পানি উঠলে তাকে বৃহস্পতিবার নানার বাড়ি রামগড় পাঠিয়ে দেয়া হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সময় সমবয়সি ফুফাত বোনের সাথে খেলতে এসে নদীর পাড়ে গেলে কাঁদা মাটিতে পা পিছলে নদীতে পড়ে যায়। সে থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। নিখোঁজ মিনহাজ ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে। 

ঘটনার পর শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকাল থেকে ফেনী নদীতে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে পানি বেশি থাকায় এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার ঠিকভাবে পারছে না ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

রাঙ্গামাটির ডুবুরী দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তারা ৬ জনের একটি দল দুইদিন ধরে রামগড় ঘটনাস্থলে এসে নদীতে সন্ধান করেছেন। 

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, নদীতে প্রচন্ড স্রোত রয়েছে। সম্ভাব্য সব যায়গাগুলো তল্লাশি করেছে ডুবুরী দল। কোথাও এখনো সন্ধান না পাওয়ায় যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: