• NEWS PORTAL

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চোখের জলে শেষ বিদায়, মায়ের কবরের পাশে সোহাগের দাফন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৫, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চোখের জলে শেষ বিদায়, মায়ের কবরের পাশে সোহাগের দাফন

আর হবে না দেখা,দু চোখের নোনা জলে পরিবারের এক মাত্র অবিভাবক সোহাগকে শেষ বিদায় জানিয়েছেন অসহায় স্ত্রী, ও তিন সন্তান। রাজধানীর মিটফোর্ডে, নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে মা আলেয়া বেগমের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। এসময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারদিকের পরিবেশ। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী

গত ৯ জুলাই চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ডে নির্মমভাবে খুনের শিকার হন সোহাগ। শনিবার সকালে নিজ গ্রামে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে।

শৈশবে বাবার মৃত্যুর পর ঢাকায় চলে আসেন সোহাগ। রাজধানীর মিডফোর্ডে তিলে তিলে গড়ে তুলেছিলেন সোহানা মেটাল নামে একটি ছোট্ট দোকান। হত্যাকাণ্ডের ঘটনায়, রাজধানীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন সোহাগের বড়বোন মঞ্জুয়ারা বেগম। তবে তিনি অভিযোগ করেন, মামলায় আসামিদের নাম পরিবর্তন করে অন্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোহাগ হত্যার বিচার যেনো অন্ধকারে হারিয়ে না যায় এমন প্রত্যাশা স্বজনদের।

বিভি/এজেড

মন্তব্য করুন: