• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০। আটককৃতরা হলো- জ্যােতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), মোঃ সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিপিসি-২ মোঃ আনোয়ার হোসেন মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩টায় রাজেন্দ্রপুর র‍্যাব-১০ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যটি নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে ধলেশ্বরী টোল প্লাজায় এলাকায় অভিযান চালিয়ে নিউ বলেশ্বরী পরিবহনের একটি এসি বাস থেকে মাদক ব্যবসায়ী জ্যোতি খাতুন, রানা বেগ, সোহেল মোল্লা ও শান্তা ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ ২১ হাজার টাকা। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2