• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

উত্তরের পরিবেশ রক্ষায় খাল খনন করা হবে: পরিবেশ উপদেষ্টা 

প্রকাশিত: ১৮:৩৩, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
উত্তরের পরিবেশ রক্ষায় খাল খনন করা হবে: পরিবেশ উপদেষ্টা 

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উত্তরের জলবায়ু পরিবর্তন ঠেকাতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নসহ রংপুরের শ্যামাসুন্দরী খালকে পুনরুদ্ধার করা হবে। খনন শুরু করা হবে শুস্ক মৌসুমে।

মঙ্গলবার(১৫ জুলাই) বিকালে রংপুর নগরীর কেল্লাবন্দ এলাকায় শ্যামাসুন্দরীর উৎস মুখ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের কাছে একথা বলেন তিনি।

রিজওয়ানা বলেন, রংপুরের ঐতিহ্যের খাল খনন করে এর পানির প্রবাহ ঠিক রাখতে পরিকল্পনা নেয়া হয়েছে। যেখসনে বাঁধা আসবে সেই সমস্যা সমাধান করবে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। এটি বাস্তবায়ন হলে রংপুর নগীরর পরিবেশ রক্ষা হবে। সেই সাথে ৩৫ টি পয়েন্টে বাসা-বাড়ি, কলকারখানার যে বর্জ পরে খালে তা ঠেকাতে ডাম্পিং তৈরি করা হবে।

তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা বলেন, আলমারিতে থাকা তিস্তার পরিকল্পনা বের করে সংশোধন করা হয়েছে। পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। অনুমোদন পেলেই চলতি বছরেই মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। আপাতত ঝুঁকিপূর্ণ ৪৫ টি পয়েন্টে ভাঙ্গন রোদে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ভাটির দেশ হিসেবে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। যাতে করে অকাল বন্যা, নদী ভাঙ্গন ও ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত না হয় তিস্তা পারের মানুষ।

এর আগে কুড়িগ্রাম যাওয়ার পথে উপদেষ্টা জেলার কাউনিয়া রেল সেতু এলাকায় তিস্তা নদী পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, পানি উন্নয়ন বোর্ডের প্রধান কৌশলী মাহবুবুর রহমান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ বিভিন্ন অফিসের দফতর প্রধানগণ।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2