• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কক্সবাজারে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ১   

প্রকাশিত: ০৯:২৫, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১২:২৭, ১৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কক্সবাজারে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ১   

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মালুমঘাটের হাছিনা পাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফরিদুল ইসলাম (৪৬) চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কাজিরপাড়া এলাকার মৃত আব্দুল গণি সওদাগরের ছেলে। আহতরা হলেন- শেতাব উদ্দিন সাকিব (২০) ও চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড কোচপাড়া এলাকার আব্দুল হাকিম (৪৫)।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, চকরিয়ামুখী পিকআপভ্যান হাছিনা পাড়ায় পৌঁছালে কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত আর দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: