• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

উদ্বোধনের আগে ভেঙে পড়লো সেতু

প্রকাশিত: ০৯:০৭, ২৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
উদ্বোধনের আগে ভেঙে পড়লো সেতু

পিরোজপুরের নেছারাবাদে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা এবং সিডিউল অনুযায়ী কাজ না করায় একটি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে মঙ্গলবার (২২ জুলাই) হঠাৎ করেই এ সেতুটি ধ্বসে পড়ে।

উপজেলার পূর্ব জলাবাড়ি ইউনিয়নের ভাদুরা খালের উপর মঙ্গলবার (২২ জুলাই) হঠাৎ করেই এ সেতুটি ধ্বসে পড়ে। পরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সেতুটি পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় ।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ পিরোজপুর সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব জলাবাড়ি খ্রীষ্টান পাড়া হতে মাদ্রা বাজার সড়কের ওপর একটি প্যাকেজে ২২ ও ১৫ মিটার দৈর্ঘ্যের  দুইটি  গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ২০২১ সালের ২৯  ডিসেম্বর মেসার্স ইফতি ইটিসিএলকে কার্যাদেশ দেওয়া হয়। যার চুক্তি মূল্য ছিলো ৫ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার টাকা। ২০২২ সালের ২৮ ডিসেম্বর ব্রিজ দুইটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলো।

স্থাণীয়রা জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিইডি'র কর্মকর্তাদের যোগসাজশে সেতু নির্মাণে অকল্পনীয় দুর্নীতি হয়। ইফতি ইটিসিএলের মূল মালিক মিরাজুল ইসলাম নিজে কাজ না করে একজন সাব কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাচ্ছিলেন। তবে কাজের নিম্নমান এবং সিডিউল মেনে না করার কারনে স্থানীয়রা কাজে বাধা দেন। পরবর্তীতে আরেক সাব কন্ট্রাক্টর গত বছরের শেষ দিকে গার্ডার ছাড়াই সেতুটির ছাদ ঢালাই দেয়। কিছুদিন পরে ঢালাই দেওয়া অংশে ত্রুটি দেখা দেয়। তখন স্থানীয়দের আপত্তির মুখে এলজিইডি তদন্ত করে সেতুটির ঢালাই দেওয়া অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী গত সোমবার সেতুটির ত্রুটিপূর্ণ অংশটির অপসারণ শুরু করে। কিন্তু তার মধ্যেই মঙ্গলবার (২২ জুলাই) হঠাৎ করেই এ সেতুটি ধ্বসে পড়ে।

এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা প্রকৌশলী মো. রায়সুল ইসলাম জানান, কাজ নিয়ম অনুযায়ী না করার কারণে পুরো স্লাব (ছাদ) ভেঙ্গে নতুনভাবে নির্মাণ কাজ করতে হবে। মূল ঠিকাদারকে পাওয়া না যাওয়ায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে রয়েছে মিরাজুল ইসলাম।
 

বিভি/এআই

মন্তব্য করুন: