• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টাঙ্গাইলে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

প্রকাশিত: ১৬:৫৫, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
টাঙ্গাইলে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

প্রতীকী ছবি

এবার ভুল ট্রেনে উঠে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক নারী। শুক্রবার মাঝরাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ঐ নারী শনিবার (২৬ জুলাই) দুপুরে ধর্ষণের ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে। 

এরই মধ্যে অভিযুক্ত তিনজনকে রেল পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

শুক্রবার রাতে এক যুবতি ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর যাওয়ার জন্য ঢাকা বিমান বন্দর থেকে ট্রেনে ওঠে। কিন্তু ভুল করে ঐ যুবতি উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠে। ভুল ট্রেনে ওঠার বিষয়টি বুঝতে পারলে রাত সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন ঐ যুবতী। স্টেশনে নেমে বিষয়টি জিআরপি পুলিশকে জানান। জিআরপি পুলিশ দুলাল নামে এক সিএনজি চালককে যুবতিকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলেন। এই সুযোগে যুবতিকে ফুসলিয়ে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে দুলাল। পরে অপর দুই জন রুপু মিয়ার বাড়িতে নিয়ে আবারও ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি জিআর পুলিশকে জানালে তারা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়াকে (২৭) গ্রেফতার করে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্থানীয়রা।

টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন: