• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১৭:১১, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

রাজবাড়ীর পাংশায় দুই  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ(৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২৬শে জুলাই) ১০টা দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম (১৫) নামের এক কিশোর আহত হয়েছে। আহত কিশোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নিহত আবু সাদ(৩০) কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুর হাট গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। আহত আজিম পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রামের মো. আকুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত  আবু সাদ মোটরসাইকেল চালিয়ে পাংশার দিকে যাচ্ছিলো এবং বিপরীত দিক থেকে কিশোর আজিম মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। তারা কাশেম মহাজনের ইটভাটার সামনে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালক গুরুত্ব আহত হয় এবং তাদের দুই মোটরসাইকেল সামনের অংশ ভেঙে যায়। গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আবু সাদ এর ভাই আবু তালহা মুঠোফোনে জানান, পাংশা থেকে ফরিদপুর নেওয়ার পথেই আমার ভাই মারা যায়। তবুও আমরা নিশ্চিত হওয়ার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দাযিত্বরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আজ সকালে দুই মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষ হয় ও সাদ বিশ্বাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আইনগত বিষয় মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: