• NEWS PORTAL

  • সোমবার, ২৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যিনি প্রধানমন্ত্রী হন তিনি পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪৯, ২৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
যিনি প্রধানমন্ত্রী হন তিনি পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যিনি প্রধানমন্ত্রী হন তার কাছে সব ক্ষমতা, আর সেই ক্ষমতা খাঁটিয়ে জনগণের প্রতি স্টিম রুলার চালিয়েছে। জনগণের সব অধিকার কেঁড়ে নিয়েছিলো। এছাড়া ভোটের অধিকারও কেঁড়ে নিয়েছিলো শেখ হাসিনা। এজন্য ২০০৮ সালে তত্ববায়ধক সরকার গঠন করেছিলো। কিন্তু, শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে ২০১১ সালে বাতিল করে দেন।

রবিবার (২৭ জুলাই) টাঙ্গাইল নিরালা মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে জুলাই শহীদদের স্বরণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যদি আমরা একদম ফ্যাসিবাদ দূর করতে না পারি তাহলে এদেশ ঠিক হবে না। গত ১৮ বছর যাবত দেশের মানুষ লড়াই করছে। বিগত সময়ে বিরোধীদলীয় নেতাদের অত্যাচার-নিপীড়ন, গুম হত্যাসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে যার বর্ণনা দেওয়া যাবে না। ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, জনগণ তখনো বুঝে উঠেনি। কিন্তু, এবার ২৪’শে মানুষের স্ফুলিঙ্গ ফুটে উঠেছিলো যার ফলে আন্দোলন সফল হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা গণসংহতি আন্দোলনের সভাপতি মোফাখখারুল ইসলানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বিথি, গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল পৌর কমিটির সদস্য সচিব ফারজানা জেসমিন, জুলাই আন্দোলনে নিহত শহীদ মারুফের মা মোর্শেদা বেগম প্রমূখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2