চট্টগ্রামে নীচু এলাকায় জলাবদ্ধতা

সমুদ্রে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও চট্টগ্রামে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। থেমে থেমে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের ফলে বন্দরনগরীর বিভিন্ন নিচু জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
নগরীর বাকলিয়া, রাহাত্তারপুল, কাপাসগোলা, চকবাজার, ওয়াসার মোড়.আগ্রাবাদসহ বিভিন্ন নীচু এলাকায় পানি জমে জলজট তৈরী হয়েছে। যার ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
এদিকে সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। যা আরও দুই-তিনদিন থাকবে। এরপর ধীরে ধীরে অআবহাওয়ার উন্নতি ঘটবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
বিভি/এআই
মন্তব্য করুন: