চট্টগ্রাম বিমানবন্দরে পাঁচ দেশের মুদ্রাসহ এক যাত্রী আটক

পাঁচটি দেশের মুদ্রা নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার পথে আটক হয়েছেন আবদুল মাজিদ নামে এক ব্যক্তি।
উড়োজাহাজে ওঠার আগেই ব্যাগ তল্লাশি করে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় এসব বৈদেশিক মুদ্রা। আটককৃত আবদুল মজিদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।
রবিবার (২৭ জুলাই) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রবিবার রাতে বিমানবন্দরের ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে ওই যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। এ সময় বিমানবন্দরে দায়িত্বরত সংস্থাগুলোর উপস্থিতিতে যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৩ লাখ টাকা মূল্যমানের পাঁচ দেশের মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার করা মুদ্রার মধ্যে রয়েছে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭ হাজার ৮৮৫ আমিরাতের দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমান দিনার ও ৩৬ হাজার বাংলাদেশি টাকা।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এই যাত্রীর বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: