বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে দেশের উপকূলীয় এলাকার চিকিৎসা বঞ্চিত সাধারন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৮ জুলাই) এই সেবা দেওয়া হয়।
চট্টগ্রাম নৌ-অঞ্চলের অধীনস্থ সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনী ইসলামিক স্কুল এন্ড কলেজ মাঠ, পেকুয়া উপজেলার দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়ার বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ, আনোয়ারা উপজেলাস্থ কর্ণফুলী টানেল নৌ ঘাঁটি এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপকূলীয় এসব এলাকার সাধারন মানুষ বাংলাদেশ নৌবাহিনীর এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায়।
বিভি/এসজি
মন্তব্য করুন: