• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হাজার বিঘা জমির মালিকদের বকেয়া লীজের টাকা না দিয়ে ভয় দেখানো অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ২৩:৫৫, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
হাজার বিঘা জমির মালিকদের বকেয়া লীজের টাকা না দিয়ে ভয় দেখানো অভিযোগ

সাতক্ষীরা শ্যামনগরে ১ হাজার বিঘা মৎস্য ঘের জমি মালিকদের বকেয়া লীজের (হারি) টাকা পরিশোধ না করে ভূমিদস্যু সাইদুর রহমান কর্তৃক সন্ত্রাসীদের দ্বারা ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভুক্তভোগী জমি মালিকদের আয়োজনে সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার হরিনগর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমি মালিক আবুল কাশেম মোড়ল, জমির মালিক আব্দুল হালিম, সিদ্দিক মোড়ল, আব্দুল হামিদ গাজী নুরুল হক, শিবপদ মৃধা, অনেশ মল্লিক, জয়নাল আবেদিন, আব্দুল আলিমসহ অন্যান্যরা ।

মানববন্ধনে ভুক্তভোগী জমি মালিকরা বলেন, আমরা আমাদের জমি দিয়েছি চিংড়ি চাষের জন্য। কিন্তু, এখনো প্রাপ্য টাকা পাইনি। উপরন্তু টাকা চাইলে সন্ত্রাসীদের দিয়ে আমাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। অনেকের নামে মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে। আমরা পরিবার-পরিজন নিয়ে বর্তমানে আতঙ্কে আছি। 

বক্তারা আরও বলেন, একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে আমাদের হয়রানি করছে। আমরা জমির মালিক হয়ে আমরা আমাদের নিজেদের জমির কাছেও যেতে পারছি না। আমরা যেন তাদের কাছে বন্দি হয়ে গেছি। আমাদের ন্যায্য টাকা না দিয়ে উপরন্ত মামলা ও সন্ত্রাসী লাগিয়ে আমাদের দমন করার চেষ্টা চলছে। এই অবস্থায় আমাদের আর কোনো উপায় নেই, তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

বক্তারা এসময় দ্রুত তাদের বকেয়া টাকা পরিশোধ, মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধসহ তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: