• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফতুল্লায় আগুনে পুড়ে গেলো অন্তত ২০ বসতঘর

প্রকাশিত: ০৮:৩২, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ফতুল্লায় আগুনে পুড়ে গেলো অন্তত ২০ বসতঘর

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে দশটায় একটি টিনসেডের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত্র হয়। পরে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা তারা মিয়ার টিনসেডের দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাসার বসতঘরে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। সেসময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: