• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঋণের ভার ও অসুস্থতার জেরে মা-মেয়ের একসঙ্গে বিষপান

প্রকাশিত: ২২:১০, ১৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ঋণের ভার ও অসুস্থতার জেরে মা-মেয়ের একসঙ্গে বিষপান

ছবি: সংগৃহীত

কুমিল্লায় অভাব, ঋণের ভার ও অসুস্থতার জেরে ১৮ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বিষপান করেছেন নমিতা রানী পাল নামে এক নারী। 

বুধবার (১৩ আগস্ট) জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে নিজ বাড়িতেই ঘটে মর্মান্তিক এ ঘটনা।

নিহতরা হলেন, নমিতা রাণী পাল (৪২) ও তার মেয়ে তন্বী রাণী পাল (১৮)। নমিতা মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জীবন চন্দ্র পাল মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন নমিতা। উপার্জনক্ষম কোনো ছেলে না থাকায় তিন মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়ে যায়। বিয়ের উপযুক্ত মেয়ে তন্বীকে নিয়ে সংসার চালাতে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেন তিনি। তবে প্রায় দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না, ফলে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে ওঠে এবং বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তিনি চরম মানসিক চাপে ছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক গণমাধ্যমকে বলেন, বুধবার সকালে প্রতিবেশীরা তাদের ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে মা-মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, অভাবের কারণেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন: