• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়িতে শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত ছাত্রলীগের ৪ নেতাকর্মী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৪, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:১৪, ১৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত ছাত্রলীগের ৪ নেতাকর্মী

খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী। গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামের কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এতে চার নেতাকর্মী আহত হন। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপল বাপ্পি জানান, হাসপাতালে চারজন  চিকিৎসার জন্য আসে। এদের মধ্যে ৩জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। তবে হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। 

এদিকে ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের সারারাত শহরে মহড়া দিতে দেখা গেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি এখন শান্ত রয়েছে।   

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2